সিলেটটুডে ডেস্ক

১৩ এপ্রিল, ২০১৯ ১৩:২০

শবে বরাতের তারিখ নিয়ে বিভ্রান্তি, বৈঠকে জাতীয় চাঁদ দেখা কমিটি

শবে বরাতের তারিখ নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় ফের বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

শনিবার (১৩ এপ্রিল) সকাল ১১টার দিকে বিভ্রান্তি নিরসনের জন্য ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভা কক্ষে এক বিশেষ সভা শুরু হয়েছে।

সভার সভাপতিত্ব করছেন ধর্ম বিষয়ক  প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।

শবে বরাতের তারিখ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে বলে দাবি করেছে মজলিসু রুইয়াতিল হিলাল নামের একটি সংগঠন। সভায় তাদের প্রতিনিধিও রয়েছে।

সভায় ধর্ম সচিব আনিছুর রহমান, মাওলানা ফরীদ ঊদ্দীন মাসঊদ, মাওলানা রুহুল আমীন, মুফতি ফয়জুল্লাহ উপস্থিত আছেন।

বাংলাদেশের আকাশে ৬ এপ্রিল হিজরি শাবান মাসের চাঁদ দেখা যায়নি বলে ঘোষণা দিয়েছিল জাতীয় চাঁদ দেখা কমিটি।

সেদিন সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে সভা শেষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ জানিয়েছিলেন, ২১ এপ্রিল দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল বরাত বা শবে বরাত পালিত হবে।

তবে মজলিসু রুইয়াতিল হিলাল নামের একটি সংগঠন দাবি করছে, ৬ এপ্রিল বাংলাদেশের আকাশে শাবন মাসের চাঁদ দেখা গিয়েছে।

সংগঠনটি বৃহস্পতিবার (১১ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভুল দিনে পবিত্র শবে বরাতের তারিখ ঘোষণার সিদ্ধান্তে অটল থাকায় জাতীয় চাঁদ দেখা কমিটির পদত্যাগ করা উচিত। তারা দেশের কোটি কোটি মুসলমানদের বিশ্বাস রক্ষা করতে ব্যর্থ হয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত