সিলেটটুডে ডেস্ক

১৩ এপ্রিল, ২০১৯ ১৩:২৮

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির লাশ দেশে এসেছে

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ বাংলাদেশে পৌঁছেছে।

শুক্রবার রাত ১টা ৫ মিনিটে মরদেহ বহনকারী মালয়েশিয়া এয়ারলাইনসের এমএইচ ১৯৬ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

নিহতদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। তাদের নিহতদের প্রত্যেকের পরিবারকে প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে লাশ পরিবহন ও দাফন খরচ বাবদ ৩৫ হাজার টাকার চেক দেওয়া হয়েছে।

বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক তানভীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মধ্যরাতে লাশ হস্তান্তরের সময় স্বজন হারানোর আহাজারিতে বিমানবন্দর এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। ভোর ৪টার পর পরিবারের স্বজনরা লাশ নিজ নিজ বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন।

যাদের মৃতদেহ দেশে আসছে তারা হলেন- চাঁদপুরের আল আমিন (২৪), সোহেল (২৪), নোয়াখালীর গোলাম মোস্তফা (২২) এবং কুমিল্লার মহিন (৩৭) ও রাজু মুন্সি (২৬)।

প্রসঙ্গত, রোববার (৭ এপ্রিল) মালয়েশিয়ার আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে তাদের বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ওই ঘটনায় আরও বেশ কয়েকজন বাংলাদেশি আহত হন।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য নিউ স্ট্রেইট টাইমস জানিয়েছে, স্থানীয় সময় রোববার রাত ১১টা ১০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গাড়ির চালকসহ ১০ জন নিহত হন। বাসটিতে মোট ৪৩ যাত্রী ছিল। যাত্রীদের সবাই এমএএস কার্গো কমপ্লেক্সের চুক্তিভিত্তিক শ্রমিক। নিলাই থেকে তাদের কর্মস্থল নেগরি সেমবিলানে আসার পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি খাদে পড়ে।

আপনার মন্তব্য

আলোচিত