সিলেটটুডে ডেস্ক

০৫ মে, ২০১৯ ১৩:২১

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী-উপমন্ত্রী-সচিব

ঘূর্ণিঝড় ‘ফণী’র ছোবলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে সাতক্ষীরার শ্যামনগরে এসেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম ও মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসেন। তারা সাতক্ষীরার শ্যামনগর থেকে খুলনার কয়রা যাওয়ার পথে গাবুরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নৌবাহিনীর ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। ইতোমধ্যে তারা সেখানে রওনা হয়েছেন।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফণী ভারতের উড়িষ্যা-পশ্চিমবঙ্গ হয়ে শনিবার (৪ মে) বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম থেকে মধ্যাঞ্চল হয়ে উত্তরের দিকে চলে গেছে।

তবে দক্ষিণ-পশ্চিমে প্রথমে আঘাত করার সময় ক্ষতিগ্রস্ত হয়েছে সাতক্ষীরাসহ আশপাশের এলাকার অনেক বসতবাড়ি ও ফসলি জমি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ফণী’ দুর্গতদের সবাইকে ত্রাণ কার্যক্রমের আওতায় নিয়ে আসার নির্দেশনা দিয়েছেন সংশ্লিষ্টদের।

আপনার মন্তব্য

আলোচিত