সিলেটটুডে ডেস্ক

১৩ মে, ২০১৯ ১২:৪১

জাহালমের ক্ষতিপূরণ প্রশ্নে দুদকের করা আবেদন খারিজ

আসামি না হয়েও জাহালমের তিন বছর জেল খাটার ঘটনায় ক্ষতিপূরণ প্রশ্নে রুল শুনানির ক্ষেত্রে হাই কোর্টের একটি বেঞ্চের এখতিয়ার চ্যালেঞ্জ করে দুদকের করা আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সোমবার (১৩ মে) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার বিচারকের আপিল বেঞ্চ দুদকের আবেদনের ওপর শুনানি করে এই আদেশ দেয়।

সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্তের ফলে হাই কোর্টে রুলের শুনানির ওপর চেম্বার আদালতের জারি করা স্থগিতাদেশ আর কার্যকর থাকছে না।

বিচারপতি নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাই কোর্ট বেঞ্চেই এ সংক্রান্ত রুলের শুনানিসহ যাবতীয় কার্যক্রম চলবে বলে রিটকারী আইনজীবী অমিত দাশ গুপ্ত জানিয়েছেন।

তিনি বলেন, ভুক্তভোগী জাহালম আগে এ মামলায় পক্ষভুক্ত ছিলেন না। তিনিও এখন পক্ষভুক্ত হয়েছেন।

আপিল বিভাগে সোমবার জাহালমের পক্ষে শুনানি করেন আইনজীবী এ এম আমিনউদ্দিন। অন্যদিকে দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

আপনার মন্তব্য

আলোচিত