সিলেটটুডে ডেস্ক

২০ মে, ২০১৯ ০০:১২

শাহ আমানতে ৯৬ সোনার বারসহ যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ড থেকে আসা রিজেন্ট এয়ারলাইন্সের এক যাত্রীর কাছ থেকে ৯৬টি সোনার বার উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস। এ ঘটনায় শাহজাহান নামে ওই যাত্রীকেও আটক করা হয়েছে।

রোববার (১৯ মে) বিকাল সাড়ে ৪টার দিকে বিমানবন্দরে শাহজাহানের দেহ তল্লাশি করে এসব বার পান কাস্টমস কর্মকর্তারা। বিমানবন্দর কাস্টমসের সহকারী পরিচালক নূর উদ্দিন মিলন এ তথ্য জানিয়েছেন।

আটক শাহজাহানের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া এলাকায়। সে সংযুক্ত আরব আমিরাতের প্লাম্বারের কাজ করতো।

নুর উদ্দিন আলমগীর জানান, বিকাল সোয়া চারটার দিকে রিজেন্ট এয়ারলাইন্সের বিমানটি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে আমরা ওই যাত্রীকে আটক করি। পরে তাকে তল্লাশি করে ৯৬টি সোনার বার উদ্ধার করি। উদ্ধার সোনার বারের ওজন ১১ কেজি ২৫০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য চার কোটি টাকা। এ ঘটনায় আটক শাহজাহানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের শাহজাহান জানিয়েছে, সে সংযুক্ত আরব আমিরাতে প্লাম্বারের কাজ করতো। প্লাম্বারের কাজ করতে দুই মাস আগে থাইল্যান্ড যায়। সেখানে বিমানবন্দরে সোনা চোরাচালান চক্রের একজনের সঙ্গে পরিচয় হয়। সেই তাকে সোনার বারগুলো দিয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত