সিলেটটুডে ডেস্ক

২০ মে, ২০১৯ ১৫:২৫

ফলের বাজার নজরদারিতে ৭ দিনের মধ্যে কমিটি গঠনের নির্দেশ

আমসহ অন্যান্য ফল পাকানো বা সংরক্ষণে ক্ষতিকর রাসায়নিকের প্রয়োগ ঠেকাতে রাজধানীসহ সারা দেশের ফলের বাজার ও আড়ত নজরদারিতে সাত দিনের মধ্যে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাই কোর্ট।

সোমবার (২০ মে) কমিটি গঠনের মাধ্যমে ফলের বাজার নজরদারি করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার আগের আদেশ পালন করতে না পারায় বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ সংশ্লিষ্টদের এ আদেশ দেন।

পুলিশ মহাপরিদর্শক, বিএসটিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক, র‌্যাবের মহাপরিচালক, বিএসটিআইয়ের ক্যামিকেল টেস্টিং উইংয়ের পরিচালককে এ নির্দেশ দিয়ে আগামী ১৮ জুন বাস্তবায়ন প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আদালতে শুনানি করেন রিটকারী পক্ষের আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল বাশার।

আপনার মন্তব্য

আলোচিত