সিলেটটুডে ডেস্ক

০১ জুন, ২০১৯ ২১:৪১

ফেসবুক, ইউটিউব ও গুগলকে ভ্যাট নিবন্ধন করতেই হবে

নতুন ভ্যাট আইনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইউটিউব ও সার্চ ইঞ্জিন গুগলের মতো জনপ্রিয় সাইটগুলোর ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক করা হচ্ছে। বাংলাদেশে ব্যবসা পরিচালনায় তাদের ভ্যাট এজেন্ট নিয়োগ দেয়ার বিধান রাখা হয়েছে নতুন আইনে। জাতীয় সংসদে বাজেট উত্থাপনের পরপরই এ-সংক্রান্ত সার্কুলার জারি হবে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রমতে, সাইটগুলোকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনার উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন তথ্য-প্রযুক্তি খাতের সংশ্লিষ্টরা। নিবন্ধনের আওতায় আসতে তাদের সদিচ্ছাকেই মুখ্য হিসেবে দেখা হচ্ছে। নিয়ম না মানায় ভবিষ্যতে যদি হঠাৎ করে সাইটগুলো বন্ধ করে দেওয়া হয়, তবে তথ্য-প্রযুক্তিখাতে বিরূপ প্রভাব পড়ার শঙ্কা রয়েছে। এক্ষেত্রে খাত সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার প্রয়োজন রয়েছে বলে মনে করেন তারা।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার জানান, প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে যদি ব্যবসা করতে হয় তবে তাদের অবশ্যই দেশের আইন মেনে চলতে হবে।

তিনি বলেন, ‘পৃথিবীর কোনো দেশ নেই যেখানে ওই দেশের আইন না মেনে অন্য দেশের প্রতিষ্ঠান ব্যবসা করতে পারে। আমার সঙ্গে তাদের সর্বশেষ যখন কথা হয়, আমি তাদের বলেছিলাম, আমার দেশের প্রচলিত সকল আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে।’

মন্ত্রী বলেন, ‘ওরা ব্যবসা করবে, হাজার কোটি টাকা নিয়ে যাবে, আর সরকারকে রাজস্ব দেবে না তা হতে পারে না। তাদের আইনের আওতায় আনা সম্ভব বলে মনে করি, সবই সম্ভব।’

সরকার যদি সাইটগুলো বন্ধ করে দেয় তা হলে বিরূপ প্রভাব পড়তে পারে -এ বিষয়ে জানতে চাইলে মোস্তাফা জব্বার বলেন, ‘রাষ্ট্রের স্বার্থ উপেক্ষা করে কোনো প্রতিষ্ঠান ব্যবসা করতে পারবে না।’

দেশে তো এসব প্রতিষ্ঠানের বিকল্প তৈরি হয়নি এমন প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, ‘কোনো যোগাযোগ ব্যবস্থাই দেশের ওপরে নয়। চীনে তো এসব প্রতিষ্ঠান বন্ধ আছে। তাদের চলছে না। যদি বন্ধ করে দিই ছয় মাস কষ্ট হবে। ছয়মাস পর ঠিকই বিকল্প তৈরি হবে।’

নতুন ভ্যাট আইন অনুযায়ী, দেশে ব্যবসা পরিচালনা করতে চাইলে ফেসবুক, ইউটিউব ও গুগলের মতো প্রতিষ্ঠানকে জাতীয় রাজস্ব বোর্ড থেকে ভ্যাট নিবন্ধন নিতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশে তাদের অফিস স্থাপন করতে হবে। অথবা এসব প্রতিষ্ঠানকে বাংলাদেশে তাদের মূসক এজেন্ট নিয়োগ দিতে হবে। আর প্রতিষ্ঠানগুলো আইন না মানলে ব্যবস্থা নেবে এনবিআর।

আপনার মন্তব্য

আলোচিত