সিলেটটুডে ডেস্ক

০৪ জুন, ২০১৯ ১১:৩২

সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি

আজ মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যা সোয়া ৭টায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিতব্য ওই  বৈঠকে শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেলে আগামীকাল বুধবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ টেলিফোন নম্বরে যোগাযোগ করতে বলেছে ইসলামিক ফাউন্ডেশন।

এছাড়া সংশ্লিষ্ট জেলার নাগরিকরা জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ তথ্য জানাতে পারবেন।

এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের বিভিন্ন স্থানেও মঙ্গলবার উদযাপিত হচ্ছে ঈদ।

আপনার মন্তব্য

আলোচিত