সিলেটটুডে ডেস্ক

১৩ জুন, ২০১৯ ১৬:১৯

বাজেট উপস্থাপনের শুরুতে প্রামাণ্যচিত্র, আবেগপ্রবণ প্রধানমন্ত্রী

জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের শুরুতে ১৮ মিনিটের একটি প্রামাণ্যচিত্র তুলে ধরেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ প্রামাণ্যচিত্রে বাংলাদেশের ইতিহাস, পাকিস্তান আমলের অর্থনৈতিক বৈষম্য, দেশের স্বাধীনতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যাসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায়।

বৃহস্পতিবার (১৩ জুন) বেলা ৩টা ৭ মিনিটে বাজেট বক্তৃতা শুরু করেন অর্থমন্ত্রী। এরপর মূল বক্তব্য শুরু করেন তিনি।

শুরুতে বসে বক্তব্য দেন তিনি। অসুস্থতাজনিত কারণে মাঝে মধ্যে বসে বাজেট পাঠ করার অনুমতি নেন স্পিকারের কাছে।

কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিকাল ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। এরপর স্পিকার অর্থমন্ত্রীকে বাজেট উপস্থাপনের জন্য আহ্বান জানান।

এ সময় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনাসহ সরকারি এবং বিরোধী দলের প্রায় সব সংসদ সদস্য সংসদে উপস্থিত রয়েছেন। উপস্থিত রয়েছেন বিএনপির সংসদ সদস্যরাও।

এর আগে রেওয়াজ অনুযায়ী সংসদ নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাদা পায়জামা-পাঞ্জাবির ওপর মুজিব কোট পরিহিত অর্থমন্ত্রী মুস্তফা কামাল বাজেট ডকুমেন্টস ভর্তি কালো ব্রিফকেস হাতে নিয়ে যখন সংসদ অধিবেশন কক্ষে ঢোকেন তখন সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাদের স্বাগত জানান।

আপনার মন্তব্য

আলোচিত