সিলেটটুডে ডেস্ক

২৩ জুন, ২০১৯ ১৪:০৩

এফআর টাওয়ারে আগুন: রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের জামিন

রাজধানীর বনানীর এফআর টাওয়ারে আগুন লাগার ঘটনায় রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুলের জামিন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৩ জুন) ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছীর আহসান চৌধুরী শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা শেখ রকিবুল রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আসামি মুকুল স্বেচ্ছায় আত্মসমর্পণমূলক জামিনের আবেদন করলে বিচারক ২০ হাজার টাকা মুচলেকায় তাকে জামিন দেন।

আসামিপক্ষের আইনজীবী এস কে আবু সাঈদ জামিনের আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, আসামির বয়স ৬০ বছরের বেশি। তিনি অসুস্থ। জামিন দিলে পালাবেন না।

অন্যদিকে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) শেখ রকিবুর রহমান জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিনের আদেশ দেন।

এর আগে ৬ মে জমির মালিক প্রকৌশলী এসএমএইচআই ফারুকের জামিন মঞ্জুর করেন আদালত এবং ১১ এপ্রিল অন্য আসামি বিএনপি নেতা ও ভবনের বর্ধিত অংশের মালিক তাজভীরুলকে জামিন দেন মহানগর হাকিম আদালত।

প্রসঙ্গত, ২৮ মার্চ দুপুরে বনানীর ২৩ তলা এফআর টাওয়ারে আগুন লাগার ঘটনা ঘটে। এতে মারা যান ২৬ জন। অগ্নিকাণ্ডের ঘটনায় বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিল্টন দত্ত বাদী হয়ে জমির মালিক এসএমএইচআই ফারুক, ডেভেলপার কোম্পানি রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল ও ভবনের বর্ধিত অংশের মারিক তাজভীরুল ইসলামকে আসামি করে মামলা করেন।

আপনার মন্তব্য

আলোচিত