নিজস্ব প্রতিবেদক

০২ জুলাই, ২০১৯ ১৬:৩৩

লিবিয়া থেকে দেশে ফিরলেন ২৯ বাংলাদেশী

লিবিয়ার বর্তমান পরিস্থিতির কারণে স্বেচ্ছায় দেশে ফিরলেন ২৯ বাংলাদেশী। মঙ্গলবার (২ জুলাই) ভোর ৫টা ২০ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের TK 712 ফ্লাইট যোগে লিবিয়া থেকে ঢাকায় অবতরণ করেন কর্মীরা।

জানা যায়, ফিরে আসা কর্মীরা জিজ্ঞাসাবাদের জন্য এখন ইমিগ্রেশনে অবস্থান করছেন। তাদের ঠিকানা যাচাই ও তাদের সংশ্লিষ্ট থানাতে বার্তা প্রদান করেছেন ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

এ ব্যাপারে বেসরকারি সংস্থা ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের হেড শরিফুল হাসান বলেন, লিবিয়ার বর্তমান পরিস্থিতির কারণে আজ ভোরে ফিরেছেন ২৯ জন বাংলাদেশী। জিজ্ঞাসাবাদের জন্য তারা এখন ইমিগ্রেশনে আছে। ইমিগ্রেশন থেকে বের হতে সময় লাগবে কারণ কর্মীদের ঠিকানা যাচাই চলছে। একই কারণে লিবিয়া থেকে ৫ জুলাই ফিরবেন আরো৩৫ বাংলাদেশী।

আপনার মন্তব্য

আলোচিত