নিউজ ডেস্ক

২৩ ডিসেম্বর, ২০১৪ ২২:২৭

বেহাল রাস্তার কারনে পিছিয়ে গেল গুয়াহাটি-শিলং-সিলেট-ঢাকা বাস সার্ভিস

ঢাকা-গুয়াহাটি বাস সার্ভিস

ডাউকি সীমান্তের এপারে পনেরো  ওপারে পনেরো- মোট ত্রিশ কিলোমিটার রাস্তার অবস্থা খুবই বেহাল । রাস্তা মেরামত না করা পর্যন্ত নিয়মিত হচ্ছে না গুয়াহাটি-ঢাকা বাস সার্ভিস। বেহাল সড়ক ছাড়াও বাস সার্ভিস চালু করার জন্য আরও কিছু সমস্যা দেখা দিয়েছে । ভারত ও বাংলাদেশের উভয় পাশে ইমিগ্রেশন পোষ্ট অফিস কার্যালয় ঢেলে সাজানোর জন্য কিছুটা সময় দরকার। কয়েকদিন আগে মেঘালয়ের ডাউকি সীমান্ত দিয়ে পরীক্ষামূলক বাস চালানো হয় । তখন ভারতীয় কর্মকর্তারা সারেজমিনে পরিদর্শন করে পরিকাঠমোগত একাধিক সমস্যা চিহ্নিত করেন। নিয়মিত বাস চলাচলের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ন নিরাপত্তার ব্যাপারে অবশ্য তারা নিশ্চিত হয়েছেন ।

গুয়াহাটি থেকে শিলং হয়ে ডাউকি সীমান্তে বাস ইমিগ্রেশেন সম্পন্ন করে সিলেটে হয়ে ঢাকায় পৌছার কথা এই বাসের । এদিকে বাস সার্ভিস চালু হবার আগে গুয়াহাটিতে কনসুলেট খোলার কথা বিবেচনা করছে বাংলাদেশ ।

আপনার মন্তব্য

আলোচিত