সিলেটটুডে ডেস্ক

৩১ জুলাই, ২০১৯ ২০:৪৮

নেত্রকোনা বাদে সব জেলায় ডেঙ্গু

দেশের ৬৪টি জেলার ৬৩টিতেই ডেঙ্গু ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম।

এখানকার তথ্য বলছে, নেত্রকোনা ছাড়া বাকি সব জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক ডা. সানিয়া তাহমিনা বলেন, ৬৩টি জেলা থেকে আমরা খবর পেয়েছি যেখানে ডেঙ্গুর রোগী পাওয়া যাচ্ছে। একটা জেলা নেত্রকোনা যেখানে এখনো ডেঙ্গু হয়নি সেখানেও আজকের মধ্যে চলে যাবে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম আরো জানিয়েছে, গত ১ জানুয়ারি থেকে বুধবার (৩১ জুলাই) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১৭ হাজার ১৮৩ জন। আর প্রাণঘাতি এ রোগে এখন পর্যন্ত মারা গেছেন ১৪ জন। তবে, বেসরকারি হিসাবে এ সংখ্যা তিনগুণের বেশি।

কন্ট্রোল রুমের তথ্য মতে, গত ২০১৮ সালে ডেঙ্গু আক্রান্ত মোট রোগীর সংখ্যা ছিল ১০ হাজার ১৪৮ জন। এরমধ্যে মৃত্যু হয়েছিল ২৬ জনের। গত বছর এই দিনে (৩১ জুলাই) রোগীর সংখ্যা ছিল ৯৪৬ জন। মৃতের সংখ্যা ছিল ৭।

আপনার মন্তব্য

আলোচিত