সিলেটটুডে ডেস্ক

১১ আগস্ট, ২০১৯ ২০:৪১

সড়কে চাঁদাবাজি বেড়ে যাওয়ায় গাড়ি চলাচলে ধীর গতি: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘যোগাযোগ ব্যবস্থাপনায় পরিকল্পনার অভাবে ঘরমুখো মানুষের ভোগান্তির শেষ নেই। সরকার এখানেও ব্যর্থতার পরিচয় দিয়েছে।’ তাছাড়া ঈদের আগ মুহূর্তে সড়কে চাঁদাবাজির পরিমাণ বেড়ে যাওয়ার কারণে গাড়ি চলাচলে ধীর গতি বলেও উল্লেখ করেন তিনি।

রোববার (১১ আগস্ট) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এসব কথা বলেন।

ডেঙ্গু প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের (ঢাকা উত্তর ও দক্ষিণ) উদাসীনতা রয়েছে। সরকারের উদাসীনতা ও জবাবদিহির অভাবে রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে।’

বিএনপি চেয়ারপারসন প্রসঙ্গে ফখরুল বলেন, ‘খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। মানবিক কারণেই তাকে মুক্তি দেওয়া উচিত। কিন্তু ক্ষমতায় টিকে থাকার জন্য এ সরকার তাকে মুক্তি দিচ্ছে না। সরকার এত বেশি অমানবিক, এত বেশি বেআইনি কাজ করছে যে ক্ষমতায় টিকে থাকতে সমস্ত অনৈতিক কাজ করছে।’

আপনার মন্তব্য

আলোচিত