সিলেটটুডে ডেস্ক

২০ আগস্ট, ২০১৯ ১৩:০১

যমুনায় দ্বিপাক্ষিক বৈঠকে মোমেন-জয়শঙ্কর

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামনিয়াম জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন। মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফর, পানি বণ্টন চুক্তি এবং রোহিঙ্গা সংকট গুরুত্ব পাচ্ছে বলে জানা গেছে।

এর আগে তিন দিনের সফরে সোমবার (১৯ আগস্ট) রাতে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামনিয়াম জয়শঙ্কর। এ সময় তাকে স্বাগত জানান বাংলাদেশর পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত-বাংলাদেশ নিবিড় বন্ধুপ্রতিম রাষ্ট্র। তার এ সফরে এই সম্পর্ক আরও গভীর হবে।

তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারতের কাছে বাংলাদেশ সব সময়ই বেশি প্রাধান্য পেয়ে আসছে, ভবিষ্যতেও পাবে। দ্বিপক্ষীয় আলোচনার বিষয় জানতে চাইলে তিনি বলেন, অনেক বিষয়ে আলোচনা হবে। আলোচনা ফলপ্রসূও হবে।

অন্যদিকে বাংলাদেশর পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের জানান, জয় শঙ্করের সফর নিয়ে বাংলাদেশের প্রত্যাশা অনেক।

মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর।

আপনার মন্তব্য

আলোচিত