সিলেটটুডে ডেস্ক

২৩ আগস্ট, ২০১৯ ০৯:৫৫

এবার ছুটির আবেদন ওই তিন বিচারপতির

দুর্নীতির অভিযোগ ওঠায় হাই কোর্টের কাজ থেকে বিরত রাখার পর এবার তিন বিচারপতি ছুটির আবেদন করেছেন।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের কাছে এই তিন বিচারপতি ছুটির আবেদন করেন। তিন বিচারপতি হলেন সালমা মাসুদ চৌধুরী,এ কে এম জহুরুল হক ও কাজী রেজাউল হক।

এ ব্যাপারে সুপ্রিম কোর্টের স্পেশাল রেজিস্ট্রার ব্যারিস্টার সাইফুর রহমান বলেন, ‘তিনজন বিচারপতির বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধানের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতির সঙ্গে পরামর্শক্রমে তাদের বিচারকাজ থেকে বিরত রাখার সিদ্ধান্তের কথা অবহিত করা হয় এবং পরে তারা ছুটির প্রার্থনা করেন।’

বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্টের কার্যতালিকায় দেখা যায়, এই তিন বিচারপতির নাম নেই। এর পরই এর কারণ জানার জন্য গণমাধ্যমের কর্মীরা রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে যোগাযোগ করেন।

খোঁজ নিয়ে জানা যায়, প্রাতিষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো নোটিশ জারি করা হয়নি। তবে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয় বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, তিন বিচারপতিকে আপাতত বিচারকাজ থেকে বিরত রাখা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত