নিজস্ব প্রতিবেদক

০২ সেপ্টেম্বর, ২০১৯ ১০:১২

মোটরযান আইন নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

নতুন মোটরযান আইন (সংশোধনী) ২০০৯ নামে কোনও আইন নেই বলে জানিয়েছে তথ্য অধিদপ্তর।

রোববার (১ সেপ্টেম্বর) সেতু মন্ত্রণালয়ের উপ-তথ্য প্রধান আবু নাসের টিপু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে মোটরযান আইন নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন মোটরযান আইন (সংশোধনী) ২০০৯-এর আওতায় বিভিন্ন অপরাধের শাস্তির বিধান উল্লেখ করে একটি স্বার্থান্বেষী মহল অপপ্রচার ও গুজব প্রচার করছে।

প্রকৃতপক্ষে সড়ক পরিবহন সেক্টরে নতুন মোটরযান আইন (সংশোধনী) ২০১৯ নামে কোনও আইন বাংলাদেশে নেই।

উল্লেখ্য, ২০১৮ সালে জাতীয় সংসদে পাস হওয়া সড়ক পরিবহন আইন-২০১৮ কার্যকর করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ অংশীজনদের সঙ্গে আলোচনা করে বিধিমালা প্রণয়নের কাজ করছে।

নতুন মোটরযান আইন (সংশোধনী) ২০১৯-এর অধীনে অপরাধের শাস্তির বিধান বিষয়ক তথ্য সম্পূর্ণ অপপ্রচার ও গুজব।

এ অপপ্রচার ও গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত