সিলেটটুডে ডেস্ক

০২ সেপ্টেম্বর, ২০১৯ ২০:৩৪

অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা’র দেয়া বক্তব্য সঠিক নয়: আওয়ামী লীগ

ভারতের আসামে নাগরিক তালিকা থেকে বাদ পড়াদের ‘বাংলাদেশের লোক’ বলে অভিহিত করে তাদের ফেরত পাঠানোর বিষয়ে রাজ্যের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা’র দেয়া বক্তব্য সঠিক নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আবদুল মতিন খসরু।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে একটি প্রতিনিধি দলের চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

রোববার (১ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ‘আমরা বাংলাদেশের সাথে কথা বলব এবং তাদের লোকদের ফিরিয়ে নিতে বলব। কিন্তু যতদিন ফিরিয়ে না নেওয়া হচ্ছে, ততদিন আমরা তাদের ভোটাধিকার দেব না, তবে বিশেষ কিছু সুযোগ-সুবিধা দেওয়া হবে।’

আসামের অর্থমন্ত্রীর ওই বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সাংবাদিকদের আবদুল মতিন খসরু বলেন, ‘আসামের অর্থমন্ত্রী কেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বললেও কথাটি ঠিক নয়। তবে এটা এখনও তাদের অভ্যন্তরীণ ব্যাপার। আমরা পর্যবেক্ষণ করছি। এই সম্পর্কে এখনি কোনো মন্তব্য করতে চাচ্ছি না।’

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) তার নেতৃত্বে ২০ সদস্যের একটি প্রতিনিধি দল চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সেখানে যাচ্ছেন জানিয়ে আবদুল মতিন বলেন, সফরে রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের দেশে সম্মান ও নিরাপত্তাসহ ফেরাতে চীনকে পাশে চাইবে বাংলাদেশ।

‘আমাদের রোহিঙ্গা সমস্যা নিয়ে তাদের অনুরোধ করবো, তারা যেন মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করে। যাতে মিয়ানমার তাদের নাগরিকদের নিরাপত্তা ও সসম্মানে ফিরিয়ে নিয়ে যায়। চীন যথাযথ ভূমিকা পালন করলে এবং ভারতও যদি যথাযথ ভূমিকা রাখে তাহলে তাদের সহজে ফেরানো যাবে।’-বলে মন্তব্য করেন তিনি।

আবদুল মতিন খসরু বলেন, ‘এখন সমগ্র বিশ্ববাসী চাচ্ছে, রোহিঙ্গারা তাদের দেশে ফিরে যাক। এ নিয়ে মিয়ানমার সরকারের সাথে আমাদের চুক্তিও হয়েছে। কিন্তু সেই চুক্তি তারা বাস্তবায়ন করছে না। চুক্তি বাস্তবায়ন নিয়ে তাদের আন্তরিকতার ঘাটতি দেখতে পাচ্ছি।’

আটদিনের সফরে প্রতিনিধি দলটি বিভিন্ন বৈঠক, সেমিনারে অংশগ্রহণ করবে। আগামী ১২ সেপ্টেম্বর প্রতিনিধি দলটি বাংলাদেশে ফিরে আসবে।

সফর প্রসঙ্গে তিনি বলেন, ‘চীন যে বিভিন্ন খাতে অস্বাভাবিক উন্নয়ন করেছে সেই বিষয়ে আমাদের অবহিত করা হবে। আমরা যে বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে গত দশ বছরে শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতিসহ সব ক্ষেত্রে উন্নয়ন করেছি সে সব বিষয় সম্পর্কে তাদের অবহিত করা হবে। দুই দেশের দ্বিপাক্ষিক অভিজ্ঞতা ও এক্সপার্ট মতবিনিময় হবে এ সফরে।’

বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে চীনের অবদান তুলে ধরে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আমাদের প্রায় সব ক্ষেত্রে তারা উন্নয়ন অংশীদার। যদিও পদ্মা সেতু আমরা আমাদের নিজেদের অর্থায়নে করছি, কিন্তু টেকনিক্যাল সহায়তা দিচ্ছে তারা। পদ্মা সেতু ছাড়াও ভিন্ন ক্ষেত্রে তারা আমাদের টেকনিক্যাল সাপোর্টে দিচ্ছে।’

সপ্তাহব্যাপী এ সফরে ২০ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আবদুল মতিন খসরু।

আপনার মন্তব্য

আলোচিত