সিলেটটুডে ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:৫০

স্বর্ণ চোরাচালানের কথা স্বীকার করলেন কেবিন ক্রু মৌসুমী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০ কেজি স্বর্ণবারসহ গ্রেফতার ইউএস-বাংলা এয়ারলাইন্সের কেবিন ক্রু রোকেয়া শেখ মৌসুমী স্বর্ণ চোরাচালানে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। সোমবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।

পুলিশ জানায়, দু'দিনের রিমান্ড শেষে সোমবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় তার জবানবন্দি রেকর্ড করেন বিচারক তোফাজ্জল হোসেন।

মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার সফিকুল ইসলাম জানান, স্বীকারোক্তি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বৃহস্পতিবার সকালে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) মৌসুমীকে প্রায় দশ কেজি স্বর্ণসহ গ্রেপ্তার করে। এ ঘটনায় এপিবিএন পুলিশের এসআই হেলাল উদ্দিন বাদী হয়ে মৌসুমীসহ ছয়জনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় স্বর্ণ চোরাচালান আইনে মামলা করেন।

মামলায় ইউএস-বাংলা থেকে সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যোগদান করা কেবিন ক্রু নেছার উদ্দিন, তার স্ত্রী, যাত্রী সুহেল খাঁ, লাকী ও বাপ্পীকে আসামি করা হয়েছে।

বিমানবন্দর থানার ওসি নুরে আজম মিয়া জানান, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, মৌসুমীর সঙ্গে বিমানের কেবিন ক্রুর জড়িত থাকার বিষয়ে বিমানবন্দর থানা থেকে তাদের কিছু জানানো হয়নি।

আপনার মন্তব্য

আলোচিত