বেনাপোল প্রতিনিধি

১৩ সেপ্টেম্বর, ২০১৯ ১৩:১৮

বেনাপোল সীমান্তে আবারো ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৪ হাজার ৬০০ ইউএস ডলারসহ অশোক বিশ্বাস (৫৯) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক অশোক ভারতের উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা থানার দেবীপুর গ্রামের জিতেন্দ্র নাথের ছেলে। তার পাসপোর্ট নং- জেড ৫১১২৩৩০

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদে জানা যায় এক ভারতীয় পাসপোর্ট যাত্রী বিপুল পরিমাণ ডলার নিয়ে বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে অবস্থান করছে। এমন সময় সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছে ৪ হাজার ৬০০ ইউএস ডলার, ৬৫০ ভারতীয় রুপি ও ৮ হাজার বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়।

আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

এর আগে বুধবার (১১ সেপ্টেম্বর) বিকালে যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী চেকপোস্ট এলাকা থেকে ২৫ হাজার ইউএস ডলারসহ রাকেশ মণ্ডল (৫০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আপনার মন্তব্য

আলোচিত