সিলেটটুডে ডেস্ক

১৫ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:৩৭

রোহিঙ্গা শিবিরে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিনিধি দল

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের দেখতে কক্সবাজার পৌঁছেছেন যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিনিধি দল।

রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলারের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলটি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছায়।

বিমানবন্দর থেকে প্রতিনিধিদলটি সরাসরি চলে যান কুতুপালং ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে। চীনের প্রতিনিধি দল বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রু কোনারপাড়া সীমান্তে জিরো লাইনের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।

চীনের প্রতিনিধি দলটি বেলা সাড়ে ১১টার দিকে বিমানবন্দরে পৌঁছায়। এর নেতৃত্বে রয়েছেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত লি জিমিং।

নির্যাতনের মুখে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফেরত পাঠানোর দ্বিতীয় দফা উদ্যোগ গত মাসে ভেস্তে যায়। ১১ লাখ রোহিঙ্গা এখন বাংলাদেশের কক্সবাজারে শরণার্থী শিবিরে অবস্থান করছে।

রোহিঙ্গাদের আস্থা অর্জনে মিয়ানমার ব্যর্থ হওয়াই প্রত্যাবাসন শুরু হচ্ছে না। এক্ষেত্রে মিয়ানমারের মিত্র চীনের ভূমিকাকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত