নিজস্ব প্রতিবেদক

১৯ সেপ্টেম্বর, ২০১৯ ২০:৫৬

নৌবাহিনী জাহাজ ‘সমুদ্র অভিযান’ দেশে ফিরেছে

ছবি: আইএসপিআর

বন্ধুপ্রতিম দেশ শ্রীলঙ্কা ও ভারতে প্রশিক্ষণ সফর শেষে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধজাহাজ 'সমুদ্র অভিযান' দেশে ফিরেছে। জাহাজটি চট্টগ্রাম নৌ-জেটিতে আসলে নৌবাহিনীর প্রচলিত প্রথা অনুযায়ী সুসজ্জিত বাদক দল বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে তাদেরকে স্বাগত জানায়। এ সময় কমান্ডার বিএন ফ্লিট রিয়ার এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানসহ স্থানীয় নৌ কর্মকর্তা, নাবিক এবং জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, সফরের অংশ হিসেবে জাহাজটি গত ৭ হতে ১০ সেপ্টেম্বর শ্রীলঙ্কার কলম্বো বন্দরে এবং ১৪ হতে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ভারতের বিশাখাপত্তমে অবস্থান করে। শ্রীলঙ্কা ও ভারতে অবস্থানকালে বানৌজা সমুদ্র অভিযানের অধিনায়ক কমান্ডার এম জহিরুল ইসলাম দেশ দু’টির উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাত করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সফরকারী জাহাজের নৌ-সদস্যগণ দুই দেশের নৌবাহিনীর জাহাজ পরিদর্শনসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে। পাশাপাশি দেশ দুটির নৌবাহিনীর কর্মকর্তাগণ বানৌজা সমুদ্র অভিযান পরিদর্শন করে।

প্রশিক্ষণ সফরে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর নবীন কর্মকর্তা, ক্যাডেট ও নাবিকদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি দুই দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করে আইএসপিআর।

উল্লেখ্য, প্রশিক্ষণ সফরে জাহাজটি গত ০১ সেপ্টেম্বর ২০১৯ তারিখে চট্টগ্রাম নৌ-জেটি ত্যাগ করে।

আপনার মন্তব্য

আলোচিত