সিলেটটুডে ডেস্ক

১৪ অক্টোবর, ২০১৯ ১৮:১৩

পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ভারত

এ মাসের শেষের দিকে পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা ভারত তুলে নিতে পারে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, পেঁয়াজের দামটা আরও কিছুদিন থাকতে পারে। আশা করছি, এ মাসের শেষে ভারত বাংলাদেশে পেঁয়াজ রপ্তানিতে যে নিষেধাজ্ঞা দিয়েছিল সেটা তুলে নেবে। ভারতের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে, আশা করা যায় চলতি মাসের শেষে তারা নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে।

সোমবার (১৪ অক্টোবর) সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে  ‘জাতীয় বস্ত্র দিবস-২০১৯’ উদযাপন উপলক্ষে জাতীয় কমিটির সভায় একথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ব্যবসায়ীরা অবৈধভাবে পেঁয়াজের মজুত করলে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে বাণিজ্য মন্ত্রণালয়।’

গত ২৯ সেপ্টেম্বর হতে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়ার পরই পেঁয়াজ পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের লাগামহীন ভাবে মূল্য বাড়তে থাকে। খুচরা বাজারে পেঁয়াজের মূল্য ১৩০ টাকায় হয়ে দাঁড়ায়। ফলে ভোগান্তিতে পরেন সাধারণ ক্রেতারা।

আপনার মন্তব্য

আলোচিত