সিলেটটুডে ডেস্ক

১৬ অক্টোবর, ২০১৯ ১৬:৫৫

আইএমএফের প্রতিবেদনে জিডিপি কমার শঙ্কা

বিশ্ব ব্যাংকের আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জানিয়েছে ২০১৯ এবং ২০২০ সালে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি কমতে থাকবে। তবে এই হার সাতের উপরেই থাকছে।

ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক ২০১৯’র প্রতিবেদনে বাংলাদেশকে ইমার্জিং মার্কেট অ্যান্ড ডেভেলপিং ইকোনমিকস ক্যাটাগরিতে রাখা হয়েছে। সেখানে বলা হয়েছে, ২০১৮ সালে বাংলাদেশের রিয়েল জিডিপি ছিল ৭.৯। সেখান থেকে ২০১৯ সালে ৭.৮। পরের বছরে থাকবে ৭.৪। এভাবে ২০২৪ সালের কথা বলা হয়েছে ৭.৩।

বাংলাদেশের মতো গোটা বিশ্বের সামগ্রিক অর্থনীতি পড়তির দিকে। এ জন্য অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলোর বাণিজ্য যুদ্ধকে দায়ী করা হয়েছে।

প্রতিবেদনে দেখা গেছে, ভারতের জিডিপি ২০১৯ সালে ৬.৮ থেকে ৬.১’এ নেমে গেছে। পরবর্তী বছরে আবার সাতের উপরে উঠবে।

পাকিস্তানের অবস্থা আরও খারাপ। ২০১৮ সালে তাদের জিডিপি ছিল ৫.৫। চলতি বছরে ৩.৩। পরের বছরে থাকবে ২.৪। ২০২৪ সাল নাগাদ ৫.০তে উঠতে পারে।

গোটা এশিয়ায় ২০১৮ সালে জিডিপি ছিল ৬.৪। ২০১৯ সালে সেটি ৫.৯। পরবর্তী দুই বছরে ৬.০ করে।

তবে চলতি অর্থবছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ৮ দশমিক ২ শতাংশ প্রাক্কলন করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত