সিলেটটুডে ডেস্ক

১৮ অক্টোবর, ২০১৯ ২১:৫৮

শিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিতে কাজ করছি: প্রধানমন্ত্রী

প্রতিটি শিশুর সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রীর ছোট ভাই শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৮ অক্টোবর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি শিশুর ভেতর একটা মনন রয়েছে, একটা চেতনা রয়েছে, একটা শক্তি আছে। সেটাকে বিকশিত করতে হবে।

পড়াশোনার পাশাপাশি শিশুদের খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় শিশুদের অংশ নিতে হবে। আর সমাজের খারাপ দিকগুলো, যেমন মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস– এসব থেকে দূরে থাকতে হবে।

শিশু নির্যাতন ও হত্যাকারীদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, শিশুদের সঙ্গে অন্যায় অবিচার বরদাশত করা হবে না। যারা শিশু নির্যাতন বা শিশু হত্যা করবে, তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। তাদের অবশ্যই কঠোর থেকে কঠোরতার সাজা পেতে হবে।

শেখ হাসিনা বলেন, সততার সঙ্গে জীবনযাপন করতে হবে। শুধু নিজে খাব, নিজে করবো তা নিয়ে ভাবলে হবে না। অন্যদের চিন্তাটাও করতে হবে।

এসময় সবাইকে শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।

আপনার মন্তব্য

আলোচিত