সিলেটটুডে ডেস্ক

১৯ অক্টোবর, ২০১৯ ২০:১১

আবরার হত্যাকাণ্ড: ঐক্যফ্রন্টের শোক সমাবেশ মঙ্গলবার

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার (২২ অক্টোবর) সোহরাওয়ার্দী উদ্যানে শোক সমাবেশ করবে জাতীয় ঐক্যফ্রন্ট।

শনিবার (১৯ অক্টোবর) জাতীয় ঐক্যফ্রন্ট ঘোষিত আবরার হত্যার প্রতিবাদে ২২ অক্টোবর ‘শোক সমাবেশ’ সফল করার প্রস্তুতি নিয়ে আলোচনা সভা হয়। শোক সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠান জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় ঐক্যফ্রন্ট সমন্বয় কমিটির সভা, সমন্বয় কমিটির সমন্বয়ক অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিকের সভাপতিত্বে জাতীয় ঐক্যফ্রন্টের ২/১-এ, আরামবাগস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য এডভোকেট সুব্রত চৌধুরী, নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মোশতাক আহমেদ, গোলাম মাওলা চৌধুরী, নবী উল্লাহ নবী, জাহাঙ্গীর আলম মিন্ট, মোশারফ হোসেন, মোফাখ্খারুল ইসলাম নবাব, আজমেরি বেগম ছন্দা, আতিকুল ইসলাম, খান সিদ্দিকুর রহমান, মাহবুব মুকুল, মাহবুব মোর্শেদ হেলাল প্রমুখ।

২২ অক্টোবরের সোহরাওয়ার্দী উদ্যানের শোক সমাবেশ সফল করার জন্য ছাত্র-যুব-মহিলা, পেশাজীবী, সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মীসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়।


আপনার মন্তব্য

আলোচিত