সিলেটটুডে ডেস্ক

২১ অক্টোবর, ২০১৯ ১৩:৫২

আইনজীবীর সহকারী হত্যায় ১২ জনের ফাঁসির আদেশ

ঢাকার এক আইনজীবীর সহকারী মোবারক হোসেন ভূঁইয়া হত্যা মামলায় ১২ জনের ফাঁসির রায় দিয়েছেন আদালত।

সোমবার (২১ অক্টোবর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩–এর বিচারক মনির কামাল এ রায় দেন।

আদালতের স্টেনোগ্রাফার নূরে আলম এ তথ্য নিশ্চিত করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মাহবুবুর রহমান ভূঁইয়া, মোজাম্মেল হক ভূঁইয়া, আফজাল ভূঁইয়া, ভুলন ভূঁইয়া, রুহুল আমিন, শিপন মিয়া, এমদাদুল হক, নয়ন ভূঁইয়া, সুলতানা আক্তার, দেলোয়ার হোসেন, বিধান সন্যাসী ও নিলুফা আক্তার।

তাদের মধ্যে চারজন পলাতক। তারা হলেন সুলতানা, দেলোয়ার, বিধান ও নিলুফা। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বাকিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

এ ছাড়া তাসলিমা ও শামীম নামের দুই আসামিকে এক বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে এই দুই আসামি পলাতক। আর মামলা থেকে খালাস পেয়েছেন জয়নাল আবেদীন নামের এক আসামি।

মামলার কাগজপত্রের তথ্য বলছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ২০১৫ সালের ২২ অক্টোবর কিশোরগঞ্জে খুন হন আইনজীবীর সহকারী মোবারক হোসেন ভূঁইয়া। এ ঘটনায় ১৬ জনকে আসামি করে কিশোরগঞ্জের বাজিতপুর থানায় হত্যা মামলা হয়। তদন্ত করে ২০১৭ সালের ২ জানুয়ারি ১৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ওই বছরের ১৭ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

আপনার মন্তব্য

আলোচিত