সিলেটটুডে ডেস্ক

১৪ নভেম্বর, ২০১৯ ২১:৫১

সৌদিতে নারীকর্মী পাঠানো বন্ধের সিদ্ধান্ত হয়নি

সৌদি আরবে নারী কর্মী প্রেরণ বন্ধের ব্যাপারে এখনো দূতাবাস বা মন্ত্রণালয় থেকে কোন সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

তিনি বলেন, নির্যাতনের শিকার নারীরা ঐ দেশে অভিযোগ না করে, দেশে এসে অভিযোগ করায় এ ব্যাপারে দূতাবাস কিছু করতে পারছে না।

তিনি আরও বলেন, সারা পৃথিবীতে বাংলাদেশী অন্তত ১ কোটি মানুষ বৈধভাবে বসবাস করছে। যার মধ্যে মহিলা কর্মীর সংখ্যা প্রায় ৬ লাখ। এদের মধ্যে সৌদি আরবে কর্মরত আছে ২ লাখ ২০ হাজার নারী। দুঃখজনক হলেও সত্য এদের মধ্যে ৫৩ জনের মৃতদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। আবার অনেকে নির্যাতিত হয়েও ফিরে এসেছেন।

পররাষ্ট্রমন্ত্রীর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনেও প্রশ্ন ওঠে দূতাবাসের তৎপরতা ও পদক্ষেপ নিয়ে। মন্ত্রী বলেন, সংখ্যা নগণ্য হলেও এ ব্যাপারে উভয়েরই দায় আছে। তবে বাজার বন্ধে এখনো সিদ্ধান্ত হয়নি।

প্রধানমন্ত্রীর দুবাই সফরে প্রবাসীদের পরিচয়পত্রসহ সেদেশে শ্রমিকদের সুযোগ বাড়াতেও আলোচনা হবে এমন আশ্বাস দেন তিনি।

ড. মোমেন বলেন, সৌদি আরবে নারীকর্মীদের জন্য ২৪ ঘণ্টার হটলাইন খোলা রয়েছে। তারা যে কোনো সময় অভিযোগ জানাতে পারেন।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সৌদি আরবে নারীরা যাক, সেটা রিক্রুটিং এজেন্সি চায় না। কেননা নারীরা গেলে তাদের মাধ্যমেই নিকটাত্মীয়রা সৌদি আরব যেতে পারেন। এর ফলে রিক্রুটিং এজেন্সির ব্যবসা হয় না। তাই তারা নারীদের যাওয়ার বিপক্ষে।

আগামী ২২ নভেম্বর ইডেনের টেস্ট ম্যাচে অতিথি হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নরেন্দ্র মোদি আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছেন বলেও যোগ করেন  ড. এ কে আবদুল মোমেন।

আপনার মন্তব্য

আলোচিত