সিলেটটুডে ডেস্ক

১৭ নভেম্বর, ২০১৯ ০২:৪০

পেঁয়াজ ছাড়া রান্না করা খাবার খুব সুস্বাদু হয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে শনিবার পেঁয়াজ ছাড়াই সকল রান্না হয়েছে। পেঁয়াজের দাম আকস্মিকভাবে অতিরিক্ত বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে বাসায় তাঁর জন্য পেঁয়াজ ছাড়াই রান্না করা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র তাঁর (প্রধানমন্ত্রী) উদ্ধৃতি দিয়ে জানান, তিনি বলেছেন, ‘আমরা পেঁয়াজ খাওয়া বন্ধ করে দিয়েছি, আজ দুপুরে আমার বাসায় পেঁয়াজ ছাড়াই সকল রান্না হয়েছে।’ শেখ হাসিনা বলেন, পেঁয়াজ ছাড়া রান্না করা খাবার খুব সুস্বাদু এবং মজাদার হয়েছে। তিনি এ ধরনের খাবার তৈরির জন্য বাবুর্চিকে ধন্যবাদ জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব হাসান জাহিদ তুষার বলেন, প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উদ্দেশে যাত্রা করার প্রাক্কালে শনিবার সন্ধ‍্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ মন্তব্য করেন। পেঁয়াজের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায়, দ্রুত এর মূল্য স্বাভাবিক অবস্থায় আনতে পরিবহন বিমানের মাধ্যমে পেঁয়াজ আমদানির কথা শনিবার নগরীতে এক দলীয় সমাবেশে ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর, প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।



আপনার মন্তব্য

আলোচিত