সিলেটটুডে ডেস্ক

০৮ ডিসেম্বর, ২০১৯ ২০:৪৮

মিথিলা-ফাহমির ছবি ইন্টারনেট থেকে সরাতে হাই কোর্টের নির্দেশ

সামাজিক যোগাযোগমাধ্যম ও সকল অনলাইন খবরের পোর্টাল থেকে অভিনেত্রী মিথিলা ও পরিচালক ফাহমির ব্যক্তিগত গোপনীয় ছবি সরিয়ে ফেলতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন হাই কোর্ট।

এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রোববার (৮ ডিসেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এসব আদেশ দেন।

পাশাপাশি অনলাইন খবরের পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের ব্যক্তিগত ও গোপনীয় ছবি, তথ্য বা অন্য কোনো উপাদানের প্রচার নিয়ন্ত্রণে ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট। স্বরাষ্ট্র সচিব, তথ্য সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বিটিআরসিকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত নভেম্বর মাসে রাফিয়াথ রশিদ মিথিলা ও ইফতেখার আহমেদ ফাহমির অন্তরঙ্গ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

আপনার মন্তব্য

আলোচিত