সিলেটটুডে ডেস্ক

১০ ডিসেম্বর, ২০১৯ ১৪:৩২

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ব্যবহার করতে হাই কোর্টের আদেশ

মহান মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত স্লোগান ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ব্যবহার করতে মৌখিক আদেশ দিয়েছেন হাই কোর্ট।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ এ আদেশ দেন।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, আব্দুল মতিন খসরুসহ সিনিয়র আইনজীবীরা শুনানিতে অংশ নেন।

এর আগে ৪ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত ‘জয় বাংলা’ কেন জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাই কোর্ট। এই রুলে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব ও শিক্ষা সচিবকে বিবাদী করা হয়েছে। ৭২ ঘণ্টার মধ্যে রুলের জবাব দিতে বলেন হাই কোর্ট।

এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার (৪ ডিসেম্বর) বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

'জয় বাংলা' কে জাতীয় স্লোগান বা মোটো (মূলমন্ত্র) হিসেবে ঘোষণার নির্দেশনা চেয়ে রিট দায়ের করেন হাই কোর্টের আইনজীবী বশীর আহমেদ। পরে তিনি নিজেই শুনানি করেন। আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

বশীর আহমেদ জানান, আদালত আদেশের সময় বলেছেন, 'জয় বাংলা' স্লোগানেই ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। এই স্লোগান দিয়েই জনগণকে একত্র করা হয়েছিল। এ কারণেই আমরা পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভ করতে পেরেছি।

আপনার মন্তব্য

আলোচিত