সিলেটটুডে ডেস্ক

২৪ অক্টোবর, ২০১৫ ২১:০৭

স্বেচ্ছাসেবক লীগকে প্রতিটি ওয়ার্ড পর্যায়ে সুসংগঠিত করতে হবে: মিসবাহ সিরাজ

বাংলাদেশের আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, যে কোন পরিস্থিতি মোকাবেলায় স্বেচ্ছাসেবক লীগকে দেশের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সুসংগঠিত করতে হবে। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন। এ সংগঠন স্বাধীনতা পূর্ববতী সময়ে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের নেতৃত্বে স্বেচ্ছাসেবক বাহিনী নামে সুসংগঠিত ছিল। পরবর্তী পর্যায়ে আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলির সদস্য প্রয়াত আব্দুর রাজ্জাকের হাতে এ সংগঠনটি গড়ে উঠে। তার পরবর্তী পর্যায়ে আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং পংকজ নাথের হাতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ পূর্ণতা পায়। বর্তমানে এডভোকেট মোল্লা মোঃ আবু কাওছার ও পংকজ নাথের নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগ বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিটি নির্দেশ পালন করে যাচ্ছে এবং তারই ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলার প্রতিটি ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করা হচ্ছে। এই স্বেচ্ছাসেবক লীগ থেকেই আগামী দিনে বাংলাদেশ আওয়ামী লীগের নতুন নেতৃত্ব বেড়িয়ে আসবে।

তিনি শনিবার মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সাথে এক মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন। মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ নজমুল হক ও সাধারণ সম্পাদক মোজ্জামেল হক রাব্বি’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ ফিরোজ আহমদ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিল জগদীশ দাস, মৌলভীবাজার সরকারী কলেজের সাবেক ভিপি আব্দুল মালিক তরফদার সোয়েব, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আবু হোসেন রওনক, সহ সভাপতি আব্দুস সুবহান, যুগ্ম সাধারণ সম্পাদক সোয়েব খান, সামছুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ রায় লাকী, ধর্ম বিষয়ক সম্পাদক মমশাদ সুমিত, তথ্য প্রযুক্তি ও যোগাযোগ বিষয়ক সম্পাদক সঞ্চয় নাথ, মৌলভীবাজার পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কামরুল আলম চৌধুরী প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত