সিলেটটুডে ডেস্ক

১৯ নভেম্বর, ২০১৫ ১৭:২৫

অবশেষে মুখ খুলল বিএনপি: 'রাজনৈতিক বিবেচনায় সাকার ফাঁসি'

যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন কাদের চৌধুরী (সাকা চৌধুরী) ন্যায়বিচার পাননি বলে দাবি করেছে বিএনপি। তার অপরাধের চেয়ে রাজনৈতিক পরিচয় বেশি গুরুত্ব পেয়েছে বলে দাবি করেছে দলটি।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ৪টায় বিএনপির গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির পক্ষে এ দাবি জানান বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন।

তিনি বলেন, ‘দেশের নাগরিক হিসেবে সাকা চৌধুরীর যে মৌলিক অধিকার পাওয়ার কথা, তা তিনি পাননি। নিজেকে নিরপরাধ প্রামাণের জন্য আদালতে যেসব প্রমাণাদি উপস্থাপন করেন। তা আমলে নেননি আদালত। সেসব প্রমাণাদি আমলে নিলে তিনি নির্দোষ প্রমাণিত হতেন।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্ট ড. ওসমান ফারুক, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন প্রমুখ। 

 

আপনার মন্তব্য

আলোচিত