সিলেটটুডে ডেস্ক

২৫ নভেম্বর, ২০১৫ ১৩:১৭

স্থায়ী কমিটির নেতাদের নিয়ে গুলশানে খালেদার বৈঠক রাতে

লন্ডনে আড়াই মাস কাটিয়ে দেশে ফেরার পর স্থায়ী কমিটির নেতাদের নিয়ে প্রথমবারের মত বৈঠকে বসছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকরের পরও প্রথম কোন সভায় মিলিত হচ্ছেন দলটির নেতারা।

বুধবার রাত সাড়ে ৮টায় খালেদার গুলশান কার্যালয়ে এ বৈঠকে আসন্ন পৌরসভা নির্বাচনসহ দেশের সার্বিক পরিস্থিতি আলোচনায় আসতে পারে বলে আভাস পা্ওয়া গেছে।
স্থানীয় সরকারের আইন বদলে যাওয়ায় এবারই প্রথম দলীয় প্রতীকে পৌরসভার মেয়র পদে নির্বাচন হবে। তবে কাউন্সিলর পদের ভোট আগের মতোই নির্দলীয় ভাবে হবে।

বাংলাদেশের ২৩৪ পৌরসভায় ৩০ ডিসেম্বর ভোটের তারিখ রেখে মঙ্গলবার পৌর নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ইসি।

আপনার মন্তব্য

আলোচিত