সিলেটটুডে ডেস্ক

২৬ নভেম্বর, ২০১৫ ০১:৪১

পৌর নির্বাচনে অংশগ্রহণ প্রশ্নে সিদ্ধান্ত দেবেন খালেদা জিয়া

আগামি ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় পৌরসভা নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে কিনা এ নিয়ে কোন সিদ্ধান্ত নিতে পারে নি বিএনপি।

ফলে সিদ্ধান্ত দেওয়ার এক সিদ্ধান্ত দেওয়া হয়েছে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপরই।

বুধবার (২৫ নভেম্বর) রাত ৯টায় গুলশানে নিজ রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হয়ে চলে প্রায় দুই ঘণ্টা।

বৈঠক শেষে দলের মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন সাংবাদিকদের এ কথা জানান।

তিনি জানান, আসন্ন পৌর নির্বাচনে অংশগ্রহণের পক্ষে-বিপক্ষে এবং দলের কাউন্সিল ও পুনর্গঠন নিয়ে উন্মুক্ত আলোচনা হয়েছে। চেয়ারপারসন সবার কথা শুনেছেন।

নির্বাচনে অংশগ্রহনের বিষয়ে তাকেই সিদ্ধান্ত দেয়ার অনুরোধ জানিয়েছেন নেতারা। চেয়ারপারসন চিন্তা-ভাবনা করে খুব শিগগিরই এ ব্যাপারে তার সিদ্ধান্ত জানাবেন।

বৈঠকে উপস্থিত ছিলেন, দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড. মঈন খান, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, ব্রিগেডিয়ার জে. (অব.) আ স ম হান্নান শাহ, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেস্টা শামসুজ্জামান দুদু, এমএ কাইউম।

আপনার মন্তব্য

আলোচিত