সিলেটটুডে ডেস্ক

২৪ ডিসেম্বর, ২০১৫ ২৩:২১

স্বস্তিতে ইসি

বিএনপি শুরু থেকেই বলছে ‘আজ্ঞাবহ’, এরপর জাতীয় পার্টি বলে ‘মেরুদণ্ডহীন’, এখন ক্ষমতাসীন আওয়ামী লীগও সমালোচনামুখর হওয়ায় একে নিজেদের ‘নিরপেক্ষতার’ প্রমাণ হিসেবে দেখছে নির্বাচন কমিশন। এত সমালোচনায় ভেঙে না পড়ে স্বস্তিতে নির্বাচন কমিশন (ইসি)।

“আমরা অ্যাকশন নিচ্ছি। সবার কিছু যখন অসুবিধা হচ্ছে, বুঝতেই হবে সবার প্রতি আমরা অ্যাকশন নিচ্ছি। আমাদের নিউট্রাল অবস্থা আরও স্পষ্ট হচ্ছে,” বলেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।

তিনি বলেছেন, ‘নিরপেক্ষতার প্রশ্নের মধ্যে আমাদের নিরপেক্ষতা (প্রমাণ) হবে। সব দলের যদি কিছু না কিছু অসুবিধা হচ্ছে তাহলে বুঝতে হবে আমরা অ্যাকশন নিচ্ছি। আমাদের অবস্থান নিউট্রাল। নিউট্রাল দিকটা আরো স্পষ্ট করে দিচ্ছি।’

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়ের নিজ কার্যালয় থেকে বের হয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের সামনে এ কথা বলেন।

পৌর ভোটের প্রচারণার মাঠে ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিরোধী দল জাতীয় পার্টি ও দশম সংসদের বাইরে থাকা বিএনপি’র কঠোর সমালোচনার মুখে এ কথা বললেন প্রধান নির্বাচন কমিশনার।

দুপুরে আওয়ামী লীগ প্রতিনিধি দল সিইসির সঙ্গে সাক্ষাৎ করে বিএনপি’র প্রতি সদয় হয়ে সরকারি দলের প্রতি নির্বাচন কমিশন নির্দয় আচরণ করছে বলে অভিযোগ করে। সেই সঙ্গে বিএনপিকে বাড়তি সুবিধা দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেছে দলটি।

বিকেলে জাতীয় পার্টির প্রতিনিধি এসে অভিযোগ করে, সুষ্ঠু পরিবেশে ভোট হওয়া দুরূহ হয়ে পড়েছে। ক্ষমতাসীনদের দ্বারা তারা আক্রান্ত হচ্ছেন।

ভোটে হানাহানি ও সংঘাতের বিষয়ে সিইসি বলেন, ‘এগুলো বিচ্ছিন্ন ঘটনা। যদিও দুর্ভাগ্যবশত এটা কালচার হয়ে দাঁড়িয়েছে। তবে যতদিন যাবে পলিটিক্যাল কালচার ইমপ্রুভ করবে। এদিন এমন দিন আসবে সেন্টারে পুলিশ, বিজিবি ও র‌্যাবের টহলের প্রয়োজন হবে না।’

ডেমোক্রেসি ওয়াচ ও অধিকারসহ ১০টি পর্যবেক্ষক সংস্থার বিষয়ে আওয়ামী লীগের আপত্তি প্রসঙ্গে সিইসি রকিব উদ্দিন বলেন, ‘এটা কমিশনের সিদ্ধান্তের বিষয়। কমিশন বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।’

আপনার মন্তব্য

আলোচিত