সিলেটটুডে ডেস্ক

২৮ ডিসেম্বর, ২০১৫ ০২:০৪

বিকেলে খালেদার জরুরি সংবাদ সম্মেলন

মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য, দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় একাত্তরের শহীদ বুদ্দিজীবীদের 'নির্বোধের মত মারা গিয়েছিলেন' বলার মত ধৃষ্টতার প্রতিবাদে দেশব্যাপী চলমান ব্যাপক প্রতিবাদ-নিন্দা এবং আসন্ন পৌর নির্বাচন ইস্যুতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সোমবার (২৮ ডিসেম্বর) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিকেল ৪টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রোববার সন্ধ্যায় চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

উল্লেখ্য, একাত্তরে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে- এমন বক্তব্য দেয়ার পর থেকে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন দেশের দ্বিতীয় বৃহত্তম দলের প্রধান খালেদা জিয়া। যার স্বামী একজন মুক্তিযোদ্ধা এবং সাবেক রাষ্ট্রপতি।

এই সমালোচনার মধ্যেই দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। গত শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকালে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রিজভী আহমেদ’শীর্ষক এক আলোচনা সভায় গয়েশ্বর বলেন, ‘একাত্তরে ১৪ ডিসেম্বর পর্যন্ত যারা পাকিস্তানের বেতন ভাতা খেয়েছে তারা নির্বোধের মতো মারা গেল। আর আমাদের মতো নির্বোধেরা শহীদ বুদ্ধিজীবী হিসেবে ফুল দিই। আবার না গেলে পাপ হয়। তারা যদি এতো বুদ্ধিমান হয়, তাহলে ১৪ তারিখ পর্যন্ত নিজের ঘরে থাকেন কীভাবে?’

এর আগে মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে বলে দাবি করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত সোমবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মুক্তিযোদ্ধা সমাবেশ ও আলোচনা সভায় বলেছিলেন, ‘বলা হয়, এত লক্ষ লোক শহীদ হয়েছে। এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে, আসলে কত শহীদ হয়েছে মুক্তিযুদ্ধে, এটা নিয়েও বিতর্ক আছে।’

আপনার মন্তব্য

আলোচিত