নিউজ ডেস্ক

১০ ফেব্রুয়ারি , ২০১৫ ১৬:১০

নাগরিক ঐক্যের সংলাপ প্রস্তাব প্রত্যাখ্যান করলেন তোফায়েল

নাগরিক ঐক্যের ব্যানারে দেওয়া সুশীল সমাজের সংলাপ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

তিনি বলেছেন, এ প্রস্তাব অবাস্তব ও অগ্রহণযোগ্য। সন্ত্রাসকে আড়াল করা এবং সন্ত্রাসীদের সঙ্গে এক কাতারে দাঁড় করাতে তারা এ প্রস্তাব দিয়েছেন।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নাগরিক ঐক্যের ব্যানারে সুশীল সমাজের পক্ষ থেকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসনকে পৃথক চিঠি দেওয়া হয়। সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা স্বাক্ষরিত চিঠিতে সংলাপের প্রস্তাব দেওয়া হয়।

এ প্রসঙ্গে তোফায়েল আহমেদ বলেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং যারা সন্ত্রাস করছেন, তাদের একই ভাষায় চিঠি দিয়েছেন তারা। 

 

 

 

 

আপনার মন্তব্য

আলোচিত