নিউজ ডেস্ক

১০ ফেব্রুয়ারি , ২০১৫ ১৭:৪৪

বঙ্গবন্ধুর প্রেস সেক্রেটারি আমিনুল হক বাদশা আর নেই

গতকাল সোমবার রাত ১১.৩০ মিনিটে চলে গেলেন বঙ্গবন্ধুর প্রেস সচিব, খ্যাতনামা সাংবাদিক মুক্তিযুদ্ধ আমিনুল হক বাদশা (৭৭)lলন্ডনের ওয়ার্পিংটন হাসপাতালে নিউমোনিয়া জনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি l প্রায় বছরের বেশি সময় ধরে শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন আমিনুল হক বাদশা । বাংলা বিহার উড়িষ্যার নবাব কিংবা বাদশা না হলেও তিনি ছিলেন বঙ্গবন্ধুর প্রিয় বাদশা; আর বিলেতে প্রগতিশীল আন্দোলন এবং তারুন্যের প্রতীক আমিনুল হক বাদশা। সপরিবারে লন্ডনে বসবাসরত আমিনুল হক বাদশা মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও মেয়ে, আত্মীয়স্বজন এবং অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।তার মৃত্যুর খবরে লন্ডন ঢাকায় ঢাকা সহ দেশ বিদেশের সাংবাদিক, প্রগতিশীল ও মুক্তবুদ্ধির বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। আমিনুল হক বাদশার পারিবারিক সুত্র থেকে জানা যায় মুক্তিযুদ্ধের বিশিষ্ট সাংবাদিক-কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী তার মরদেহ নিয়ে দেশে আসবেন। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে ঢাকা অথবা কুষ্টিয়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য আমিনুল হক বাদশা ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সমাজবিজ্ঞান বিষয়ে এমএ ডিগ্রি লাভ করেন। ছাত্র রাজনীতিতে জড়িত থাকার কারণে পাকিস্থানি শাসকের রোষানলে পড়ে বিভিন্ন সময় তিনি কারাভোগ করেছেন। তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ইকবাল হলের সাধারণ সম্পাদক হিসাবে নেতৃত্বদান করি আমিনুল হক বাদশা ছিলেন বঙ্গবন্ধুর প্রিয়ভাজন ব্যক্তি l মুজিবনগরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা ও নিবেদিতপ্রাণ কর্মী আমিনুল হক বাদশা দায়িত্ব পালন করেছেন মুজিবনগর বাংলাদেশ মিশনের বহিঃপ্রচার বিভাগের পরিচালক হিসেবেও। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৯ সালে আগরতলা মামলা থেকে মুক্তি পাওয়ার পর আমিনুল হক বাদশা বঙ্গবন্ধুর প্রেস সচিব নিযুক্ত হন। ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানের সেই ঐতিহাসিক জনসমুদ্রে বঙ্গবন্ধুকে ঘিরে যেসব ছাত্রনেতা মঞ্চে তাদের একজন এই খন্দকার আমিনুল হক বাদশা। ১৯৭৫ সালের শেষ দিকে সামরিক শাসনের কারণে আমিনুল হক বাদশা দেশ ত্যাগ করে লন্ডনে চলে যেতে বাধ্য হন। তিনি ভারত, বাংলাদেশ ও ইংল্যান্ডের বিভিন্ন জাতীয় পত্রিকার সংবাদদাতা হিসেবে কাজ করেছেন। এছাড়াও আমৃত্যু প্রগতিশীল এবং মুক্তবুদ্ধির আমিনুল হক বাদশা লন্ডনের সকল প্রগতিশীল আন্দোলন এবং সংগঠনের সাথে যুক্ত ছিলেন l সাংবাদিকতার পাশাপাশি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে লিখেছেন বেশ কয়েকটি স্মৃতিচারণ মূলক বই । তাঁর লেখা বইয়ের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হৃদয়ে বিষাদ সিন্ধু, স্মৃতির পাতায় বেগম ফজিলাতুন্নেছা মুজিব। 

 

 

আপনার মন্তব্য

আলোচিত