নিউজ ডেস্ক

১০ ফেব্রুয়ারি , ২০১৫ ১৭:৫০

খালেদার কার্যালয়ে ঢিল

খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে ঢিল মেরেছেন এক যুবক, যেখানে গত এক মাসের বেশি অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন।

পুলিশ ও গোয়েন্দা সদস্যদের উপস্থিতির মধ্যে মঙ্গলবার দুপুরে খালেদার কার্যালয়ের ভিতরে ঢিল ছোড়া হয়। পরে ওই যুবককে আটক করে নিয়ে যান গোয়েন্দা পুলিশের সদস্যরা।

সিরাজগঞ্জের কাজীপুরের ওই যুবক বেলা দেড়টার দিকে বিএনপি নেত্রীর কার্যালয়ের সামনে ঘোরাঘুরির এক পর্যায়ে একটি ইটের টুকরো ভেতরের দিকে ছুড়ে মারেন। ভবনের সামনের দেওয়ালে টাঙিয়ে রাখা খালেদা জিয়ার আলোকচিত্রের পাশে গিয়ে লাগে ঢিলটি।

ওই সময় ফটকের বাইরে সাদা পোশাকে পুলিশের বিশেষ শাখার দুই সদস্য চেয়ারে বসা ছিলেন।

পুলিশ দ্রুত ওই যুবককে ধরে ফেলে বলে ঘটনাস্থল থেকে গণমাধ্যম প্রতিবেদকরা জানান।

আটকের পর ওই যুবক বলেন, অবরোধে পেট্রোল বোমায়  তার এক আত্মীয় মারা গেছেন। এই ক্ষোভ থেকে খালেদা জিয়ার অফিসে ঢিল মেরেছেন তিনি।

দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে কর্মসূচি ঘোষণার পর গত ৩ জানুয়ারি গুলশানের এই কার্যালয়ে এসে আটকা পড়েন খালেদা জিয়া।

পরে ৫ জানুয়ারি কর্মসূচি পালনে ব্যর্থ হয়ে সারা দেশে লাগাতার অবরোধের ডাক দেন তিনি। পরে খালেদার কার্যালয়ের সামনে থেকে পুলিশের ব্যারিকেড সরলেও সেখানেই আছেন বিএনপি নেত্রী।

এদিকে এক মাসের বেশি সময় ধরে চলা অবরোধে গাড়িতে অগ্নিসংযোগ ও পেট্রোল বোমায় দগ্ধ হয়ে ৬০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন শতাধিক মানুষ। 

 

 

আপনার মন্তব্য

আলোচিত