নিউজ ডেস্ক

১৮ ফেব্রুয়ারি , ২০১৫ ১৫:৪৭

জামায়াতকে ‘ক্রিমিনাল সংগঠন’ হিসেবে আখ্যা

জামায়াত নেতা মাওলানা আব্দুস সুবহানের ঘোষিত রায়ের পর্যবেক্ষণে জামায়াতে ইসলামিকে ফের একটি ‘ক্রিমিনাল সংগঠন’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

রায়ের পর রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর সুলতান মাহমুদ সুজন বলেন, ‘আব্দুস সুবহানের বিরুদ্ধে আনা ৯টি অভিযোগের মধ্যে ৬টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এর মধ্যে ১, ৪ ও ৬ নম্বর অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। ২টি অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে। একটি অভিযোগে তাকে ৫ বছরের জেল দেয়া হয়েছে। ’

তিনি বলেন, ‘ট্রাইব্যুনাল বলেছেন সকল অপরাধের সঙ্গে আব্দুস সুবহানের সংশ্লিষ্টতা ও উপস্থিতি প্রমাণিত হয়েছে। ঘটনার সময় তিনি পাবনা জেলা জামায়াতের আমীর ছিলেন। তিনি পিস কমিটির নেতা ছিলেন। মুজাহিদ বাহিনীর মাধ্যমে তিনি নৃশংসতা চালিয়েছেন, মানবতাবিরোধী অপরাধ করেছেন। তিনি নিজে তরবারি দিয়ে আঘাত করে হত্যা করেছেন। প্রসিকিউশনের দেয়া সাক্ষ্যে এসব অপরাধ প্রমাণিত হয়েছে।’

সুলতান মাহমুদ সুজন বলেন,‘ ট্রাইব্যুনাল তার পর্যবেক্ষণে জামায়াতকে ফের একটি ক্রিমিনাল সংগঠন হিসেবে অভিহিত করেছেন।’

তিনি বলেন, ‘সুবহানের বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে তিনটি প্রমাণিত হয়নি। এমনটি হতেই পারে। তবে এসব অভিযোগ প্রমাণে রাষ্ট্রপক্ষের চেষ্টার কোনো ত্রুটি ছিল না  

 

 

আপনার মন্তব্য

আলোচিত