নিউজ ডেস্ক

৩১ মে, ২০১৫ ১৫:০৮

টিআইবি কর্মকর্তাদের এমপি হওয়ার আমন্ত্রণ রওশন এরশাদের

সংসদ পর্যবেক্ষণ না করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি)কর্মকর্তাদের ‘নির্বাচিত হয়ে’ সংসদে আসার ‘আমন্ত্রণ’ জানালেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।

রোববার জাতীয় সংসদের শপথ কক্ষে এক ‘প্রাক-বাজেট আলোচনায়’ জাতীয় পার্টির নেতা রওশন এ কথা বলেন।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এ অনুষ্ঠানে  ২০১৫-১৬ অর্থবছরের বাজেট নিয়ে তাদের সুপারিশ বিরোধী দলীয় নেতার সামনে তুলে ধরেন।

পরে রওশন বলেন, “আপনারা স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত সমাজ চান, আমরাও এ নিয়ে কাজ করছি। আমরা চাই আপনাদের মত লোক সংসদ পর্যবেক্ষণ করতে নয়, মেম্বার হিসেবে সংসদে আসুক। সেজন্য আপনাদের আমন্ত্রণ জানাই।”

এ সময় ইফতেখারুজ্জামান বলেন, “সবাইতো এক কাজ...।”

এ সময় রওশন বলেন, “আপনারা যদি সংসদে আসেন, তাহলে আপনাদের ভূমিকা আরও ফলপ্রসূ হবে।”

‘নবম সংসদের পার্লামেন্ট ওয়াচ প্রতিবেদন’ তুলে ধরে গত বছর টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এক অনুষ্ঠানে বলেছিলেন, “এ সংসদে বিরোধী দল নেই। সংসদে সরকারি দল রয়েছে। বিরোধী দল বলতে যা বোঝায় সে বিরোধী দল নেই।”

রোববার অনুষ্ঠান শেষে এ বিষয়ে টিআইবির নির্বাহী পরিচালকের দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা।

জাতীয় পার্টি বিরোধী দল হিসেবে যথাযথ ভূমিকা পালন করতে পারবে কিনা জানতে চাইলে ইফতেখারুজ্জামান বলেন, “সেটি পারবে কিনা, বিরোধী দল প্রমাণ করবে। যারা বিরোধী দল হিসেবে নিজেদের দাবি করছে বা যাদের বিরোধী দল হিসেবে উপস্থাপন করা হচ্ছে, তারা নিজেরাই কাজের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করবে। সেটা আমরা আশা করব।”

তিনি জানান, বিরোধী দলীয় নেতার কার্যালয় থেকেই প্রাক-বাজেট আলোচনার বিষয়ে টিআইবির সঙ্গে যোগাযোগ করা হয়েছিল।আলোচনার বিভিন্ন দিকও তিনি সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

ইফতেখারুজ্জামান বলেন, “কথাটা আমরা আগেও বলেছি, আবারও বলছি, বর্তমান বিরোধী দল এক ধরনের আত্মপরিচয়ের সঙ্কটে আছে। এই সঙ্কট কাটিয়ে ওঠার দায়িত্ব তাদেরই। তারা তাদের ভূমিকার মাধ্যমে এ সঙ্কট কাটিয়ে উঠতে পারে। যদি বাজেটের ওপর বিষয়কেন্দ্রিক আলোচনায় সক্রিয় অংশগ্রহণ করতে পারেন তারা, দেশবাসীকে প্রমাণ করতে পারেন তারা সত্যিকার অর্থেই বিরোধী দলের ভূমিকা পালন করছে তাহলে হয়তো যে ধারণা সৃষ্টি হয়েছে সেটা কাটিয়ে ওঠা সম্ভব হতে পারে।”

বিএনপি নেতৃত্বাধীন জোটের বর্জনের মধ্যে গতবছর ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে টানা দ্বিতীয়বারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। ৩৪ জন সদস্য নিয়ে এ সংসদে বিরোধী দল হিসেবে রয়েছে জাতীয় পার্টি।

দলটির সভাপতিমণ্ডলির সদস্য রওশন এরশাদ বিরোধী দলীয় নেতা হলেও দলের তিন নেতা মন্ত্রিসভার সদস্য হওয়ায় তারা আদৌ বিরোধী দলের ভূমিকা পালন করছেন কি না, সে প্রশ্ন রয়েছে বিভিন্ন মহলের। 

আপনার মন্তব্য

আলোচিত