সিলেটটুডে ডেস্ক

১১ নভেম্বর, ২০১৭ ১২:৫০

সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি পেলো বিএনপি

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে রোববার (১২ নভেম্বর)  সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি।

শনিবার দুপুর ১২টার দিকে বিএনপির দুই সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয় থেকে অনুমোদনপত্র সংগ্রহ করেছে বলে জানা যায়।

দলটির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য  নিশ্চিত করে জানান, শনিবার সকালে বিএনপির কেন্দ্রীয় নেতা শহিদ উদ্দিন চৌধুরী অ্যানি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন ডিএমপি কার্যালয়ে গেলে তাদের অনুমতিপত্র দেওয়া হয়।

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি রোববার এ সমাবেশ আয়োজন করছে। প্রতি বছর ৭ নভেম্বর তারা বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে। এ বছর নানা কারণে সমাবেশ করতে বিলম্বিত হয়েছে।

সমাবেশে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপস্থিত থাকার কথা রয়েছে। শায়রুল কবির খান বলেন, ‘সব ঠিকঠাক থাকলে ম্যাডাম সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন।’

বিএনপির সূত্রগুলো বলছে, সমাবেশ থেকে বিএনপির রাজনৈতিক অবস্থান পরিষ্কার করা হবে এবং আগামী নির্বাচন নিয়ে দলের সিদ্ধান্ত সম্পর্কে ইঙ্গিত মিলবে।

আপনার মন্তব্য

আলোচিত