সিলেটটুডে ডেস্ক

০৮ এপ্রিল, ২০১৮ ২৩:০১

২ সিটি নির্বাচনে মেয়র পদে আ.লীগের প্রার্থী চূড়ান্ত

খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

রোববার (৮ এপ্রিল) রাতে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ড খুলনায় তালুকদার আব্দুল খালেক এবং গাজীপুরে জাহাঙ্গীর আলমকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে।

বোর্ডের এ সভায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সভাপতিত্ব  করেন।

তবে শনিবার (৭ এপ্রিল) পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন পেতে মোট ১৭ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন। এর মধ্যে তালুকদার খালেক নেই। তিনি বর্তমানে মোংলা-রামপাল আসনে নির্বাচিত সংসদ সদস্য। অন্যদিকে জাহাঙ্গীর আলম গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

গাজীপুর সিটি কর্পোরেশনের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হবে আগামী ৪ সেপ্টেম্বর। আর খুলনা সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হবে ২৫ সেপ্টেম্বর।

স্থানীয় সরকার আইন অনুযায়ী কর্পোরেশনের প্রথম বৈঠক থেকে পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার ১৮০ দিন আগে যে কোনো সময় ভোট করতে হবে। সে অনুযায়ী গত ৩১ মার্চ দুই সিটিতে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

তফসিল অনুযায়ী, আগামী ১৫ মে ভোটগ্রহণ করা হবে। মনোনয়ন দাখিলের শেষ দিন ১২ এপ্রিল। মনোনয়ন যাচাই-বাছাই চলবে ১৫ ও ১৬ এপ্রিল পর্যন্ত। এরপর ২৩ এপ্রিল পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ধার্য করেছে ইসি।

আপনার মন্তব্য

আলোচিত