সিলেটটুডে ডেস্ক

২৪ জুন, ২০১৮ ১২:১১

কুমিল্লার মামলায় খালেদার জামিন সিদ্ধান্ত ২ জুলাই

কুমিল্লায় পেট্রোল বোমায় বাস পুড়িয়ে মানুষ হত্যার মামলায় খালেদা জিয়াকে হাই কোর্টের দেওয়া জামিন আদেশের বিষয়ে আপিল বিভাগ সিদ্ধান্ত দেবে ২ জুলাই।

রোববার প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারকের আপিল বেঞ্চ আদেশের এই তারিখ ঠিক করে দেয়। হাই কোর্টের জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের শুনানি শেষে আদালত এ তারিখ নির্ধারণ করেন।

এদিকে, কুমিল্লায় কভার্ড ভ্যানে আগুন দেওয়ার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালেদার জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ যে লিভ টু আপিল করেছে, তা সোমবার শুনবে সর্বোচ্চ আদালত।

রোববার কুমিল্লার হত্যা মামলায় লিভ টু আপিলের ওপর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

অন্যদিকে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন এজে মোহাম্মদ আলী, খন্দকার মাহবুব হোসেন, মওদুদ আহমেদ, জয়নুল আবেদীন ও মাহবুব উদ্দিন খোকন।

আপনার মন্তব্য

আলোচিত