সিলেটটুডে ডেস্ক

০৬ জুলাই, ২০১৮ ২২:০৪

শাসকগোষ্ঠী সর্বব্যাপী লুটপাটের রাজত্ব কায়েম করেছে: সিপিবি

সাম্রাজ্যবাদ, লুটপাটতন্ত্র, সাম্প্রদায়িকতা, গণতন্ত্রহীনতা এই চার শক্র দ্বারা জনগণ আজ চরমভাবে আক্রান্ত বলে মন্তব্য করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)। ভোটের অধিকার বহু আগে হরণ হয়েছে এখন মতের অধিকারের ওপর নগ্ন আক্রমণ চলছে বলে মন্তব্য করেছে দলটি।

শুক্রবার (৬ জুলাই) রাজধানীর শান্তিনগরে সম্মেলনের আয়োজন করে সিপিবি। প্রথমে পুলিশ সিপিবির মঞ্চ ভেঙে দিলে বিকেলে ফের ট্রাকের ওপর সমাবেশের আয়োজন করা হয়। বিকেলে পুলিশি বাঁধা উপেক্ষা করে দলটির নেতাকর্মীরা সমাবেশে অংশ নেয়।

সিপিবি শান্তিনগর শাখার সদস্য শ্রমিক নেতা হযরত আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সম্পাদক জননেতা জলি তালুকদার, সিপিবি ঢাকা কমিটি সদস্য শ্রমিক নেতা আসলাম খান, পল্টন থানা কমিটির সভাপতি অ্যাড. এমএ তাহের, ত্রিদিব সাহা, মঞ্জুর মঈন এবং হকার্স ইউনিয়নের সভাপতি আবুল হাশেম কবির প্রমুখ।

জলি তালুকদার বলেন, এ দেশের শাসকগোষ্ঠী যে সর্বব্যাপী লুটপাটের রাজত্ব কায়েম করেছে তা পূর্বের সকল মাত্রাকে অতিক্রম করেছে। ভোটের অধিকার, ভাতের অধিকার রক্ষায় গণসংগ্রামে সামিল হতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত