নিউজ ডেস্ক

০৮ জুলাই, ২০১৮ ০০:১৮

নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান কামরানের

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, দেশের উন্নয়নে আওয়ামীলীগের কোন বিকল্প নেই। দেশবাসী মনে প্রাণে বিশ্বাস করে আগামী নির্বাচন হবে উন্নয়নের নির্বাচন। দেশজুড়ে উন্নয়নের জোয়ারে মানুষ এখন জননেত্রী শেখ হাসিনা সরকারের উপর বিশ্বাসী।

তিনি বলেন, বাংলাদেশের এখন এগিয়ে যাবার সময়। দেশের অগ্রগতি দেখে কিছু স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্র করছে। নৌকার নেতা-কর্মী ও সমর্থকদের এসব ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে। মানুষের সেবায় কাজ করতে হবে এবং তিনি আগামী সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

শনিবার (৭ জুলাই) দর্শন দেউড়ি ব্লক যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে কর্মী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তির সভাপতিত্বে ও সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাসিত রুম্মানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সাবেক সংসদ সদস্য সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আশফাক আহমদ, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অধ্যাপক জাকির হোসাইন, সাংগঠনিক সম্পাদক এটিএম এ হাসান জেবুল, প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল, তথ্য ও গবেষণা সম্পাদক তপন মিত্র, জেলা যুবলীগ নেতা ও ৪নং ওয়ার্ড খামিদপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আফসর আহমদ, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মুশফিক জায়গীরদার, যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদ সেলিম, মহানগর আওয়ামীলীগ নেতা বেলাল খান, আব্দুল লতিফ রিপন, ফারুক আহমদ, এমরুল হাসান, গুলজার আহমদ, আনিসুজ্জামান আনিস, সুবেদুর রহমান মুন্না, মুরাদ আহমদ মুরন, আমির হোসেন জুবেল, ইমামুর রহমান লিটন, লাহিন আহমদ, হোসেন আহমদ বাবু, মিনহাজ চৌধুরী লিটন, ফয়সল আজাদ খান, ইলিয়াস আহমদ জুয়েল, তাজ উদ্দিন খান আলম, জাকিরুল আলম জাকির, রাহেল আহমদ চৌধুরী, আনিসুর রহমান তিতাস, কবির আহমদ শাহজাহান,  মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এম. রশিদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. বদরুল হোসেন খান কামরান, মোশাররফ হোসেন জাকির, কেন্দ্রীয় ছাত্রলীগ সাবেক নেতা মইনুল ইসলাম ফয়সল, আব্দুল আলীম তুষার, শাবিপ্রবির ইমরান খান, জুনেদ আহমদ, মইনুল হক ইলিয়াসি দিনার, মামুনুর রশীদ, আবু সুফিয়ান, সাইফুল হক সাইদ, জুবায়ের আহমদ, টিএম রায়হান, নাজির হোসেন লাহিন, শাহাদাত হোসেন, এম. ছাব্বির আহমদ, ডা. শামিম আলম, তাওহিদুর রহমান, সুজন পুরকায়স্থ, দিপক অধিকারী, এমদাদ হোসেন ইমু, শাকারিয়া হোসেন শাকির, ডা. মাহবুব হোসেন, সৌরভ সরকার, ইকবাল আহমদ, বদরুল ইসলাম কামরুল, আবু সুফিয়ান উজ্জল, সবুর আহমদ দিপু, শহিদুল ইসলাম সৌমিক, রানা আহমদ শিপলু, এ কে এ তুহিন, ইমাদুর রহমান নাইম, এম রায়হান আহমদ, কাওসার আলম, তারেক আহমদ রাজু, আনোয়ার হোসেন আলী, তারেক হোসাইন, অসীম দাস, সুমন আহমদ তালুকদার প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত