সিলেটটুডে ডেস্ক

৩১ জুলাই, ২০১৮ ১২:০৫

৩১ অক্টোবরের মধ্যে খালেদা জিয়ার আপিল নিষ্পত্তি

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজার রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার করা আপিল নিষ্পত্তিতে সময় বাড়িয়েছেন আপিল বিভাগ। ৩১ অক্টোবর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।

মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।

১৬ মে এক আদেশে আপিল বিভাগ খালেদা জিয়ার করা আপিল ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করতে হাই কোর্টকে নির্দেশ দিয়েছিলেন। এর মেয়াদ আজ শেষ হলো। এই অবস্থায় আপিল নিষ্পত্তির জন্য সময় বাড়াতে খালেদা জিয়ার আইনজীবীরা ২৬ জুলাই আবেদন করেন। এর ওপর সোমবার শুনানি নিয়ে আদালত আজ আদেশের জন্য দিন রেখেছিলেন।

আদেশে আদালত বলেন, ৩১ অক্টোবর পর্যন্ত সময় বাড়ানো হলো।

আদালতে খালেদা জিয়ার পক্ষে আইনজীবী এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন খোকন উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডাদেশ দিয়ে রায় দেন বিচারিক আদালত। এর পর থেকে নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে আছেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত