সিলেটটুডে ডেস্ক

০১ অক্টোবর, ২০১৮ ১২:০৫

জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭২ সালের ১ অক্টোবর জাসদ গঠিত হয়।

শুরুতে মুক্তিযুদ্ধের ৯ নং সেক্টর কমান্ডার মেজর এম এ জলিলকে (অব.) আহ্বায়ক এবং ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, ডাকসুর প্রথম ভিপি, আ স ম আবদুর রবকে যুগ্ম আহ্বায়ক করে ৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

পরবর্তীতে ১৯৭৩ সালে সম্মেলনের মধ্য দিয়ে মেজর এম এ জলিল (অব.) সভাপতি এবং আ স ম আব্দুর রব সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

ওই বছরই জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ৩টি আসন পায় জাসদ। পরে ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি বাকশাল গঠন করা হলে জাসদ নিষিদ্ধ হয়।

গত ৪৬ বছরে কয়েক দফা ভাঙনের মুখে পড়ে দলটি। সর্বশেষ ২০১৬ সালেও জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে আরেক দফা ভাঙন দেখা দেয় জাসদে।

এদিকে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ পৃথক পৃথক কর্মসূচি পালন করবে তথ্যমন্ত্রী হাসানুল হকের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, আ স ম আব্দুর রবের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি এবং শরিফ নুরুল আম্বিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাসদ।

আপনার মন্তব্য

আলোচিত