সিলেটটুডে ডেস্ক

১১ অক্টোবর, ২০১৮ ১৩:২৫

মান্নাকে পাসপোর্ট দেওয়ার নির্দেশ

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। নির্দেশনায় তিন মাসের জন্য পাসপোর্ট তাকে দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ নির্দেশ দেন।

পরে মাহমুদুর রহমান মান্নার আইনজীবী ড. শাহদীন মালিক জানান, তার (মাহমুদুর রহমান মান্না) যখন জামিন হয়, তখন একটা আদেশ ছিল তার পাসপোর্ট আদালতে জমা দিতে হবে। সে আদেশ অনুযায়ী তিনি পাসপোর্ট জমা দিয়েছেন।

তিনি আরও জানান, এরআগে একবার বিদেশে চিকিৎসা করাতে তিন মাসের জন্য পাসপোর্ট নেন মান্না। এখন আবার চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার কারণে পাসপোর্ট চেয়ে আবেদন করেছেন। তিন মাসের জন্য মাহমুদুর রহমান মান্নাকে পাসপোর্ট ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

আপনার মন্তব্য

আলোচিত